• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

লকডাউনে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ‘লক্ষ্মী বোম’

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ মে ২০২০  

করোনায় আক্রান্ত সারা দুনিয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কড়া নির্দেশে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে। অনেক দেশে চলছে লকডাউন। সে তালিকায় আছে ভারতও।

দেশটিতে বন্ধ আছে সবরকম।শুটিং। সব সিনেমা হলও বন্ধ রয়েছে। এর ফলে পিছিয়ে গেছে অনেক সিনেমা। তবে এই লকডাউনের মধ্যেই মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের নতুন সিনেমা 'লক্ষী বোম'।

করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় বেশ কয়েকজন নির্মাতা সিদ্ধান্ত নিয়েছেন তারা তাদের নির্মিত ছবিগুলো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেবে। সে তালিকাতেই নাম শোনা যাচ্ছে ‘লক্ষ্মী বোম’ এর।

ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী জুনে মুক্তি পেতে পারে হরর কমেডি আমেজেফ এ ছবি।

এ প্রসঙ্গে অক্ষয় কুমারের একটি ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, সম্প্রতি ভিডিও কলের মাধ্যমে এক মিটিংয়ে অক্ষয় কুমার, ছবির পরিচালক বিজয় সিং ও প্রযোজক তুষার কাপুর ডিজনি প্লাস হটস্টারের সঙ্গে এক বৈঠক করেছেন। সেখানে ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি সরাসরি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এখন শুধু মুক্তির অপেক্ষা।