• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

বিনোদন জগতে প্রযুক্তি ছোয়া

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

 সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়েছে প্রযুক্তি। উন্নত হয়েছে যোগাযোগ মাধ্যম। চাহিদার প্রয়োজনে বেড়েছে ইন্টারনেটের গতি। ভিসিআর থেকে সেলুলয়েডের সিনেমা হল হয়ে এসেছে হাতের মুঠোয়। নিত্য-নতুন মিডিয়ার কারণে সৃষ্টি হয়েছে বিনোদনের নতুন মাধ্যম। বাংলাদেশের নতুন মিডিয়ায় তেমনই অনবদ্য একটি প্ল্যাটফর্ম বঙ্গ বিডি। নাটক, চলচ্চিত্র, মিউজিক ভিডিও, শর্টফিল্ম, টেলিফিল্ম, ইউটিউব শো বিনোদনধর্মী প্রভৃতি অনুষ্ঠানের ওয়ানস্টপ সলিউশন বঙ্গ বিডি। যাত্রাকাল থেকে বঙ্গ বিডি বাংলাদেশের সব বয়সী দর্শকের রুচি-চাহিদাপূরণ করে বিভিন্ন রকম অনলাইন কন্টেন্ট নির্মাণ, প্রযোজনা ও অবমুক্ত করা শুরু করে। এরই ধারাবাহিকতায় বঙ্গ ডিজিটাল ওয়েব পোর্টালে ‘কাকতালীয়’ ও ‘টেলিফোনিক’ নামে দুটি ওয়েব সিরিজ প্রযোজনা ও প্রকাশ করেছে। অন্য যে কোন অনলাইন কন্টেন্টের চেয়ে এ দুটি ওয়েব সিরিজে রয়েছে ভিন্নতা। দুটি কাজই দুই ঢঙে নির্মিত। ‘কাকতালীয়’ ওয়েব সিরিজটি বঙ্গ বিডির প্রথম ওয়েবভিত্তিক রোমহর্ষক ডিটেকটিভ সিরিজ। নয় পর্বের এই ওয়েব সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য ১০-১২ মিনিট। এক সাংবাদিক ও পুলিশ সার্জেন্টের ঝগড়ার ভিডিও ভাইরাল হয়ে যায়। এদের মাঝে সেই সাংবাদিক খুন হওয়ার পর যখন জানা যায়, এই খুনের জন্য সেই পুলিশ সার্জেন্ট দায়ী তখন এই কেসের রহস্য উন্মোচনে পেছনে কাজ করে একদল গোয়েন্দা বাহিনী। তাদের রহস্য উন্মোচনের গল্প নিয়ে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন রিসালাত অমি। ‘টেলিফোনিক’ ওয়েব সিরিজে, এক দম্পতি নতুন ভাড়া করা বাড়িতে ওঠেন। এই বাড়ির পুরনো একটি ল্যান্ডফোনের ভৌতিক কল এবং বাড়িওয়ালার অদ্ভুত আচরণ তাদের প্রাত্যহিক জীবনে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আট পর্বের এই ওয়েব সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য প্রায় ১১ মিনিট। ভৌতিক ও রহস্যধর্মী এই ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন সরদার রোকন। বঙ্গ বিডি প্রযোজিত এই দুইটি ওয়েব সিরিজ দর্শকনন্দিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দর্শকরা ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। এই সাফল্যের ফলস্বরূপ বঙ্গ বিডি ভবিষ্যতে আরও নতুন নতুন আইডিয়া নিয়ে তাদের অনুষ্ঠান নির্মাণ ও প্রযোজনার পরিকল্পনা করছে।