• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

নির্মিত হচ্ছে ‘ঘুড্ডি’র সিক্যুয়েল, নাম ‘ক্রান্তিকাল’

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০  

১৯৮০ সালে মুক্তি পায় সুবর্ণা মুস্তাফা ও রাইসুল ইসলাম আসাদের ‘ঘুড্ডি’। এটি নির্মাণ করেছেন সৈয়দ সালাহউদ্দীন জাকি। যে ছবিটিকে বাংলাদেশের অন্যতম আলোচিত নির্মাণ বলেই বিবেচেনা করেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

ছবিটির নির্মাণশৈলী আর গল্প তো বটেই, এর গানও স্থান পেয়েছে ইতিহাসের অংশে। কারণ, লাকী আখন্দ ও হ্যাপী আখন্দের ‘আবার এলো যে সন্ধ্যা’ সেই ছবিরই গান।
৪০ বছর পর এই আলাপের কারণ, ‘ঘুড্ডি’কে ফের ওড়ানোর উদ্যোগ নিয়েছেন এই সময়ের অন্যতম নির্মাতা ও প্রযোজক জসীম আহমেদ। তিনি জানালেন, এবার নির্মিত হচ্ছে ‘ঘুড্ডি’র সিক্যুয়েল। নির্মাণ করবেন সৈয়দ সালাহউদ্দীন জাকি নিজেই।   
১৩ জানুয়ারি রাতে, পুরো বিষয়টি নিয়ে ঘরোয়া আলাপের জন্য প্রযোজক ও নির্মাতা মিডিয়ার সামনে বসেছেন রাজধানীর ঢাকা ক্লাবের বেঙ্গল লাউঞ্জে। সেখানে প্রযোজক ও নির্মাতাদ্বয় পাশাপাশি বসে জানালেন ‘ঘুড্ডি’র সিক্যুয়েল নির্মাণ বিষয়ে।  
ছবিটির প্রাথমিক নাম রাখা হয়েছে ‘ক্রান্তিকাল’। ‘ঘুড্ডি’র শেষ থেকেই এর গল্পটা শুরু হবে।
ছবিটির ধরন প্রসঙ্গে সৈয়দ সালাহউদ্দীন জাকি বলেন, ‘আমাদের আশপাশের সবই তো পলিটিক্যাল বিষয়। তবে এই ছবিটি পুরোপুরি পলিটিক্যাল হবে না। একটু আধটু স্যাটায়ার তো থাকবেই।’
তিনি জানান, ছবিটি নির্মাণ করবেন একেবারে নতুন শিল্পীদের নিয়ে। কারণ হিসেবে বললেন, ‘আমি আসলে নির্মাণে মনোযোগ দিতে চাইবো। আর্টিস্ট শিডিউল মেনটেইন নিয়ে সময় নষ্ট করতে পারবো না। সে জন্যই তারকা শিল্পীদের বাইরে গিয়ে নতুনদের নিয়ে কাজটা করতে চাই, যাতে নির্মাণের প্রতি মন বসাতে পারি।’
প্রযোজক জসীম আহমেদ জানান, ছবিটির শুটিং শুরু করবেন জুন মাসের দিকে। এরমধ্যেই গুছিয়ে নেবেন শিল্পী-কুশলীদের।