• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২০ জুন ২০২০  

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২০ জুন) বিকাল থেকে ভারত সরকারের লকডাউন ঘোষণার ৮০দিন পর আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তবে, বাংলাদেশি পাসপোর্ট যাত্রীদের যাতায়াত এখনো বন্ধ রয়েছে।

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোশিয়েশনের কাস্টম বিষয়ক সম্পাদক আমির হামজা জানান, ২৫ মার্চ থেকে ভারতের লকডাউন ঘোষণা করায় ভারত-বাংলাদেশ সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

সকাল থেকে উভয় দেশের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কর্মকর্তাদের আলোচনান্তে বিকাল ৩টা থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়।

এ ব্যাপারে, ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার রেজাউল করিম জানান, ভারত জুড়ে লকডাউনের কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম কার্যত বন্ধ থাকলেও ভোমরা শুল্ক স্টেশন সীমিত আকারে খোলা রয়েছে এবং অফিসিয়াল কার্যক্রমও চলছে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বিশ্বজিত সরকার জানান, পাসপোর্ট যাত্রী যাতায়াত এখনো বন্ধ রয়েছে।