• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

যশোর সীমান্তে ফেনসিডিলসহ ভারতীয় নাগরিক আটক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

যশোরের চৌগাছা সীমান্ত এলাকা থেকে ৯৯ বোতল ফেনসিডিলসহ দিপংকর সাঁতরা (২৩) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামের একটি মাঠ থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়। দিপংকর সাঁতরা ভারতের উত্তর ২৪ পরগনার মশ্যমপুরের শরীর কৃষ্ণ সাঁতরারঙের ছেলে।
যশোর-৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল কুলিয়া গ্রামের মাঠে অবস্থান নেয়। এ সময় দুই ব্যক্তি ভারত থেকে পিঠে বস্তা নিয়ে বাংলাদেশের দিকে আসতে থাকেন। তারা সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে টহলদল তাদের ধাওয়া করে এবং একজনকে আটক করতে সক্ষম হয়। অন্যজন সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যান। পরে তল্লাশি করে আটক ব্যক্তির কাছে থাকা বস্তার থেকে ভারতীয় ৯৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে স্বীকার করেন এবং তার নাম-দিপংকর সাঁতরা বলে জানান। তার কাছ থেকে একটি মোবাইল ও তার ব্যক্তিগত আধার কার্ড পাওয়া যায়। তিনি আরও জানান, মোবাইল ও মাদকদ্রব্যসহ আসামিকে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।