• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে থাকতেন বাংলোতে

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০  

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সরকারি বাংলোতে থাকতেন তারা। নিয়মিত পান করতেন ফেনসিডিল। দিনে কালো গাড়ি নিয়ে চেলাফেরা করতেন শহরের বিভিন্ন জায়গাতে। সুযোগ বুঝে লোকজনকে জিম্মি করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ছিনিয়ে নিতেন অর্থ, স্বর্ণালংকারসহ মানুষের সম্পদ। এ পর্যন্ত কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় তারা নানা অপকর্ম করে অবশেষে কুষ্টিয়া জেলা পুলিশের হাতে ধরা পড়েছে ৩ অপরাধী।

তারা হলেন- রাজধানীর সাভার এলাকার জমির খানের ছেলে আরিফুল ইসলাম, নোয়াখালী জেলার কালামিয়ার গ্রামের তোফাজ্জেল হকের ছেলে খোকন মিয়া ওরফে জামাল মিয়া ও রাজবাড়ী সদরের কোলারহাট এলাকার আবদুর রবের ছেলে হারুন ওরফে বাবু মিয়া।

তাদের কাছ থেকে দুটি পিস্তল, ছুরি, ওয়াকিটকি, হ্যান্ডকাফ সেনাবাহিনীর গেঞ্জি, বুট, নগদ অর্থ, মাদক এবং স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ নভেম্বর) সকালে কুষ্টিয়া পুলিশ সুপারে কার্যালয়ের সম্মেলন এক প্রেস বিফ্রিংয়ে এমন তথ্য জানান পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, আতিকুল ইসলাম আতিকসহ অন্যরা।

পুলিশ সুপার জানান, তারা কালো গাড়ি নিয়ে শহরে ঘুরত আর সুযোগ বুঝে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে মানুষের সব কিছু লুটে নিত। তারা এ জেলার একটি উপজেলার সরকারি বাংলোতে রাত্রিযাপন করে মাদকসেবন করত। তাদের ধরতে গত এক বছরের বেশি সময় ধরে কাজ করছিল পুলিশের একাধিক টিম। দীর্ঘদন কাজ করার পর অবশেষে তিন জনকে ধরা হয়েছে। কুষ্টিয়ায় তারা ৬টি ঘটনা ঘটিয়েছে। এ পর্যন্ত বিভিন্ন জেলায় তারা বহু অপকর্ম করেছে। তাদের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।