• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

সাভার স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২  

১৬ ডিসেম্বর অতিথিদের বরণ করতে সাভার জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ফুল আর রং-তুলির আঁচড়ে সাজানো হচ্ছে পুরো সৌধ এলাকা। মহান বিজয় ও জাতীয় দিবসের সূচনালগ্নে সাভার জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদি ভরে উঠবে ফুলে-ফুলে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, দিবসটি উপলক্ষে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। স্মৃতিসৌধের ভেতরে লাগানো হচ্ছে নানা রঙের আলোকবাতি। এ ছাড়া বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

নেওয়া হয়েছে কয়েক স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা। তবে, কোথাও কোনো ত্রুটি-বিচ্যুতি রয়েছে কি না- শেষ মুহূর্তে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন শহীদ বীরদের বিন¤্র শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কূটনীতিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ লাখো মানুষ। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে চলছে তিন বাহিনীর ‘গার্ড অব অনার’ প্রদানের মহড়া। এদিন নিরাপত্তায় নিয়োজিত থাকবে পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য।

গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, গত এক মাস ধরে স্মৃতিসৌধের ৮৪ একর জমিজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। ফুল দিয়ে সাজানো, লেক সংস্কার, সিসি ক্যামেরা স্থাপনসহ সব কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে।

আশুলিয়া থানার এসআই আল মামুন কবির বলেন, সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তার জন্য বসানো সিসিটিভি ক্যামেরায় সবকিছু মনিটরিং করা হচ্ছে। এরই মধ্যে সৌধ এলাকার বাইরে আতশবাজি ও উচ্চস্বরে মাইক বাজানোয় দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি।