• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

ট্রেনে চড়ে ঢাকায় এলো ২৬১ গরু

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ জুলাই ২০২০  

স্বল্প ভাড়ায় দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় কোরবানির পশু পরিবহনের জন্য দুই জোড়া ক্যাটেল স্পেশাল ট্রেন চালু করেছে রেলপথ মন্ত্রণালয়। জানা গেছে, প্রান্তিক খামারিদের উৎসাহ দিতে এবং কোরবানির পশু সহজে ভোক্তাদের কাছে পৌঁছে দেয়ার জন্য স্বল্প মূল্যে পশু পরিবহনে বিশেষ এ ট্রেন চালু করা হয়েছে। প্রথম যাত্রায় জামালপুরের ইসলামপুর থেকে ২৬১টি গরু নিয়ে স্পেশাল ট্রেনটি বুধবার সকালে ঢাকায় পৌঁছেছে। 

 

ট্রেনে অনেকটা আরাম করেই এসেছে গরুগুলো - সংগৃহীত

 

রেল সূত্র জানায়, কোরবানির পশু পরিবহনের জন্য চালু হওয়া ক্যাটল স্পেশাল ট্রেনের প্রথম যাত্রা এটি। ট্রেনটি মঙ্গলবার রাত পৌনে ৮টায় জামালপু‌রের ইসলামপুর থে‌কে ১৭ ব‌গি‌তে ২৬১টি গরু নি‌য়ে যাত্রা শুরু করে। বুধবার সকালে কমলাপু‌রের ৮নং প্লাটফর্মে ট্রেনটি পৌঁছে।

 

কমলাপু‌রের ৮নং প্লাটফর্মে ট্রেনটি পৌঁছে - সংগৃহীত

 

ট্রেনটি যাত্রা শুরু করার আগে ইসলামপুর রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, ট্রেনের ব্রডগেজের একটি ওয়াগনে ১৬টি করে গরু নেয়া (পরিবহণ) হয়েছে। প্রতিটি গরুর জন্য ভাড়া নেয়া হয়েছে ৫শ’ টাকা। 

তিনি আরো জানান, ইসলামপুরের পরের স্টেশন মেলান্দহ স্টেশন থেকে আরো ২টি ওয়াগন গরু নিয়ে মোট ১৭টি ওয়াগন ভর্তি করে এবং বাকি ৭টি ওয়াগন খালি নিয়ে সরাসরি ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে যাচ্ছে।

 

ট্রেনের ব্রডগেজের একটি ওয়াগনে ১৬টি করে গরু নেয়া (পরিবহন) হয়েছে - সংগৃহীত

 

ট্রেন ছাড়ার সময় পলবান্ধা ইউনিয়নের গরু ব্যাপারী জামিল বলেন, ট্রাকের চাইতে ট্রেনে গরু নিয়ে যাওয়া অনেক সুবিধা। তাছাড়া খরচও অনেক কম পড়ে।

একই ইউনিয়নের আরেক গরু ব্যবসায়ী শান্ত বলেন, আমি ৫টি গরু নিয়ে ঢাকার কমলাপুর স্টেশনের গরুর হাটে যাচ্ছি। ট্রাক দিয়ে নিয়ে গেলে অনেক ভাড়া পড়বে তাই ট্রেনেই নিয়ে যাচ্ছি।

 

ট্রেনের ওয়াগনের ভেতরে গরুর সঙ্গে ব্যাপারী - সংগৃহীত

 

রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কোরবানির পশু পরিবহনের লক্ষ্যে খুলনা-ঢাকা-খুলনা রুটে এক জোড়া এবং চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ রুটে এক জোড়া করে মোট দুই জোড়া ‘ক্যাটল স্পেশাল’ ট্রেন চলবে।

রেলওয়ের হিসাব অনুযায়ী, প্রতিটি ওয়াগনে ২০টি গরু পরিবহণ করা হবে। প্রতি কিলোমিটার ভাড়া ২০ টাকা। রাজশাহী থেকে ঢাকার দূরত্ব ৩৪৩ কিলোমিটার। সেই হিসাবে একটি ওয়াগনের ভাড়া আসে ছয় হাজার ৮৬০ টাকা। টার্মিনাল চার্জ দুই হাজার ৫৭৪ টাকা। অ্যাডিশনাল চার্জ এক হাজার ৩৭৬ টাকা। সব মিলিয়ে খরচ পড়বে ১০ হাজার ৮১০ টাকা। একটি ওয়াগনে ২০টি গরু পরিবহন করলে প্রতিটি গরুতে খরচ পড়বে ৫৪১ টাকা।