• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ২২ জেলে আটক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

 


লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ২২ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৩ জনের কাছ থেকে ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

এছাড়া রামগতিতে পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে পুড়িয়ে বিনষ্ট করেছে মৎস্য বিভাগ। 

মঙ্গলবার রাতে কমলনগরের ইউএনও মোহাম্মদ মোবারক হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন। এর আগে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মৎস্য বিভাগ ২২ জেলেকে আটক করে।

দণ্ডিতরা সদর উপজেলার চর রমনিমোহন ও কমলনগরের চরকালকিনি ইউপির বিভিন্ন এলাকার বাসিন্দা।

জাটকা রক্ষায় নদীতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ নিয়মিত টহলে যায়। এ সময় জেলেরা মেঘনা নদীর বিভিন্ন স্থানে ইলিশ শিকার করছিল। পরে অভিযান চালিয়ে ২২ জেলেকে আটক করা হয়। তাদের ব্যবহৃত তিনটি নৌকাও আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ জেলেকে ৩ হাজার টাকা করে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুল কুদ্দুস বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে মাছ শিকারে যাচ্ছে। নিয়মিত টহলের অংশ হিসেবে অভিযান চালিয়ে ওই জেলেদের আটক করা হয়েছে। পরে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড ও মুচলেকা নেয়া হয়।

এদিকে রামগতি উপজেলার মেঘনা নদীর রামগতি এলাকা থেকে অভিযান চালিয়ে ৪ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়েছে। পরে মঙ্গলবার রাতে আলেকজান্ডার সেন্টার খাল এলাকায় জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। জালগুলোর দাম ২ লাখ টাকা। রামগতি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।