• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

করোনার সংক্রমণ রোধে কারাগারে থেকে ৩১ কয়েদীর মুক্তি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৯ মে ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলা কারাগারে দীর্ঘদিন সাজা খাটাসহ বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ৩১ কয়েদীকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ। শনিবার দুপুরে ২৭ জনকে মুক্তি দেয়া হয়। এর আগে গত ০৪ মে ৪ জনকে জেলা কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছিল।

মাদারীপুর জেলা কারাগার সূত্র জানায়, করোনা ভাইরাসের সংক্রমনের ঝুঁকি এড়াতে মাদরীপুর জেলা কারাগার থেকে ৭৪ জন কয়েদিকে মুক্তি দেয়ার প্রস্তাব পাঠানো হয়েছিল। এর মধ্যে লঘু অপরাধে ৪৯ জন, বিভিন্ন বিচারাধীন মামলার আসামি ২০ জন ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫ জন। তাদের মধ্য থেকে যাচাইবাছাই থেকে গত ৪ মে ৪ জন এবং ৯ মে ২৭ জন কয়েদীকে জেলা কারাগার থেকে মুক্তি দেয়া হয়। এর মধ্যে ২৭ জন মাদক মামলার ও ৪ জন বাল্য বিবাহ’র মামলার সাজাপ্রাপ্ত কয়েদী। মুক্তিপ্রাপ্তরা বেশিরভাগই দীর্ঘদিন ধরে সাজা খাটছিলেন।

মাদারীপুর জেলা কারাগারের জেলার শঙ্কর কুমার মজুমদার বলেন, মাদারীপুর জেলা কারাগারে ৩৫০ জন ধারণ ক্ষমতার বিপরীতে ৫৪৫ জন বন্দি রয়েছেন। তাদের দেখভাল করার জন্য কারারক্ষি ও হাবিলদারসহ কর্মকর্তা রয়েছেন ৮৫ জন। করোনার সংক্রমণ রোধে সকলের সুরক্ষা নিশ্চিত করতেই কারা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।’