• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

মাদারীপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯  

 

‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে নানা র্কমসূচরি মধ্য দিয়ে  মঙ্গলবার সকালে আর্ন্তজাতকি মানবাধিকার দিবস পালতি হয়ছে। দিবসটি উপলক্ষে মাদারীপুর স্বাধীনতা অঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ হয়ে একই স্থানে শেষ হয়।পরে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত সভাবেশ অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলা প্রশাসন এর আয়োজনে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আজহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদুল ইসলাম বলেন, মানুষের জীবন, অধিকার, সমতা এবং মর্যাদাপূর্ণ জীবন যাপনের জন্য অত্যাবশকীয় সুযোগ সুবিধাগুলিই হচ্ছে মানবাধিকার। মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। অধিকারগুলো কেউ কখনো কারো কাছ থেকে কেড়ে নিতে পারে না। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘে মানবাধিকারের সার্বজনীন ঘোষণা করা হয়। তাই মানবাধিকার রক্ষার বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেন প্রধান অতিথি।
এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফুন নাহার নাজিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুদ্দিন গিয়াস, সরকারী কর্মকর্তা, বিভিন্ন মানবাধকিার সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।