• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

কাঁচা কাঁঠাল রান্না

কাঁঠালের আচার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২১ জুন ২০২০  

কাঁঠাল অনেক পুষ্টিকর ফল। এই কাঁঠাল আমরা নানা ভাবে খেতে পারি। আর এই কাঁঠালের আচার বানিয়ে আমরা অনেক দিন ধরে খেতে পারি। তাহলে বানিয়ে ফেলুন আপনার পছন্দের কাঁঠালের আচার। শিখে নিন রেসিপিটি :

উপকরণ :

কাঁচা কাঁঠাল টুকরা করা ২ কাপ, সরিষা বাটা ১ টেবিল চামচ, যে কোনো আচার ১ টেবিল চামচ,সরিষার তেল আধা কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ,শুকনা মরিচ ২/৩টি,মরিচ গুঁড়া আধা চামচ, লবণ প্রয়োজন মতো, হলুদ গুঁড়া ১ চামচ, পাঁচফোড়ন ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ।

প্রস্তুত প্রণালি :

প্যানে তেল গরম করে তাতে পাঁচফোড়ন, শুকনা মরিচ ও রসুন কুচি দিয়ে ভেজে নিন। কাঁঠাল যোগ করে ভালো করে ভেজে সামান্য পানি দিয়ে হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে কষিয়ে নিন। জিরা গুঁড়া ও আচার দিয়ে কিছুক্ষণ মৃদু আঁচে বসিয়ে রাসুন। মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। যখন তেলের ওপর উঠে আসবে, তখন নামিয়ে নিতে হবে।

পরিবেশন করুন খিচুড়ির সাথে মজাদার কাঁঠালের আচার।