• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

পাকা আমের মধুর রসে

ম্যাঙ্গো ফালুদা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩০ মে ২০২০  

উপকরণ ঃ

আম কিউব করে কাটা-১ কাপ, মালাই-১/২ কাপ, ভ্যানিলা আইসক্রিম-২ স্কুপ, সাগুদানা-২ টেবিল চামচ, নুডুলস-২ টেবিল চামচ, দুধ-১/২ লিটার, চিনি-৫ টেবিল চামচ, ফুড কালার- হলুদ ও সবুজ সামান্য, পেস্তা বাদাম-৬/৭টি, লাল জেলো-১/২ প্যাকেট, গরম পানি-১ কাপ।       

প্রণালী ঃ

মালাই এ ১ টেবিল চামচ চিনি ও হলুদ ফুড কালার এ্যাড করে রাখুন। সাগুদানা ১/২ ঘন্টা ভিজিয়ে আধা দুধে রান্না করুন। সিদ্ধ হয়ে ঘন হয়ে গেলে ২ টেবিল চামচ চিনি এ্যাড করে নামিয়ে ঠান্ডা করুন। বাকি দুধে নুডুলস সিদ্ধ করে অবশিষ্ট ২ টেবিল চামচ চিনি ও সবুজ ফুড কালার এ্যাড করে নামিয়ে ঠান্ডা করুন। গরম পানিতে জেলো ভালমতো গুলিয়ে ঠান্ডা করে জমলে কেটে কিউব করে নিন। মালাই এর সঙ্গে আম কিউবগুলো একসঙ্গে মিশিয়ে নিন। লম্বা গ্লাসে জেলো, সাগুদানা, নুডুলস, মালাই-আম পছন্দমতো লেয়ারে সাজিয়ে ঠান্ডা করে নিন। আইসক্রিম, আম কিউব, আনারদানা ও পেস্তা বাদাম সাজিয়ে পরিবেশন করুন দারুন মজার ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো ফালুদা।