• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

গরুর মাংসের কালা ভুনা, দেখুন সহজ রেসিপি

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৪  

গরুর মাংসের কালা ভুনা সাদা ভাত, পোলাও, খিচুড়ি, পরোটা কিংবা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। আবার বিভিন্ন আয়োজনে, অতিথি আপ্যায়নে রাখতে পারেন গরুর মাংসের এই পদটি।
আর তাই গরুর মাংসের কালা ভুনা রান্নার জন্য সঠিক রেসিপি জানা থাকা চাই। নয়তো এর সঠিক স্বাদ পাওয়া যাবে না।

তো চলুন এবার জেনে নেওয়া যাক গরুর মাংসের কালা ভুনা তৈরির সহজ রেসিপিটি-

উপকরণ

ছাড়া গরুর মাংস- ২ কেজি হাড়
মরিচ গুঁড়া- ২ টেবিল চামচ
হলুদ গুঁড়া- ১ টেবিল চামচ
১/২ চামচ জিরা গুঁড়া- ১/২ চামচ
ধনিয়া গুঁড়া- ১/২ চামচ
পেঁয়াজ বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ২ চামচ
আদা বাটা- ১/২ চামচ
গরম মশলা- সামান্য
পেঁয়াজ কুচি- ১/২ কাপ
কাঁচা মরিচ- কয়েকটি
লবণ- পরিমাণমতো
সরিষার তেল- পরিমাণমতো।

প্রণালী

> গরুর মাংস ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিন। তারপর লবণ, তেল ও বাকি সব মসলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে (পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ বাদে)। মাখানো মাংসটি এবার চুলায় হালকা আঁচ রেখে জ্বাল দিতে হবে।

> এবার দুই কাপ পানি দিয়ে আবারো ঢাকনা দিয়ে দিন। ঝোল শুকিয়ে মাংস নরম হয়ে মাংসের পাত্রটি নামিয়ে রাখুন। এবার একটি ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ ভেজে নিন। সোনালি রং হয়ে এলে তাতে গরুর মাংস দিয়ে হালকা আঁচে ভাজতে হবে। মাংস কালো হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন, খেয়াল রাখতে হবে যাতে মাংস পুড়ে না যায়। এরপর নামিয়ে পরিবেশন করুন।