• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

৫২৭৫ বার কোরআন খতম করিয়েছেন শামীম ওসমান

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২১ মার্চ ২০২০  

 


জাতীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪) মুজিববর্ষ পালন পর্যায়ে ৫ হাজার ২৭৫ বার কোরআন খতম করিয়েছেন। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ মাসদাইর কবরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করার পর এই তথ্য প্রকাশ করেণ তিনি।

শামীম ওসমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনার্থে কোনো বিনিময় ছাড়াই হাফেজ সাহেব ও এতিমরা ৫ হাজার ২৭৫ বার কোরআনে খতম করেছেন। খতমে কোরআন মহানবীর (স.) এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের নামে বখশিশ দেওয়া হয়েছে। বিশ্বময় করোনাভাইরাসের প্রকোপ নিরসনেও দোয়া করা হয়েছে।

তিনি আরও বলেন, খতমে কোরআন শেষে দোয়া করা হয়েছে- আল্লাহ যেন সব ধর্মের মানুষকে ক্ষমা ও হেফাজত করেন। তিনি বলেন, আমাদের উচিত যার যার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়া। করোনায় আতঙ্কিত না হয়ে আতঙ্ক না ছড়িয়ে যেন আমরা সবাই সবার পাশে দাঁড়াই। 
এদিকে, করোনা আতঙ্কের সুযোগ নিয়ে বাজারে নিত্যপণ্যের মূল্য বাড়িয়ে যারা মুনাফা করছে তাদের প্রসঙ্গে তিনি বলেন, এই অনৈতিক কাজে লিপ্ত ব্যক্তিরাও যে করোনা কবলিত হতে পারেন এই বোধোদ্বয় ঘটলে মনে হয় তারা সুপথে আসবেন।