• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

স্কুল থেকে লোহার বেঁড়ি ও শিকল পরা ৩শ’ বন্দি শিক্ষার্থী উদ্ধার!

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৯  

নাইজেরিয়ায় একটি স্কুল থেকে শিশুসহ তিনশর বেশি বন্দি শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্কুলের ৭ জন শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলের কাদুনা শহরের একটি স্কুলে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায় পুলিশ।

অভিযানে হাত-পায়ে লোহার বেঁড়ি ও শিকল পরা অবস্থায় তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে বিভিন্ন বয়সী শিশু-কিশোর ও যুবক রয়েছেন। বন্দিদের কয়েকজনের শরীরে গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে।

পুলিশ জানায়, উদ্ধার ব্যক্তিরা নাইজেরিয়ার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা এখানে কতদিন ধরে বন্দি রয়েছে, তা জানা যায়নি। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

এদিকে দেশটির স্থানীয় এক গণমাধ্যম জানায়, বন্দিদের দিয়ে শারীরিক নির্যাতন ও যৌন হয়রানিমূলক বিভিন্ন কর্মকাণ্ডে বাধ্য করা হতো। 

প্রসঙ্গত, এর আগেও নাইজেরিয়ার ধর্মীয় স্কুলগুলোতে প্রায়ই শিশু-কিশোরদের যৌন হয়রানির অভিযোগ পাওয়া যায়। এসব ঘটনায় দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহুারি এ ধরনের স্কুল বাতিলের কথা জানিয়েছিলেন। তবে তা এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি।