• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে লকডাউনে বাজার মনিটরিং ইউএনও`র

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২১  

শিবচর প্রতিনিধিঃ বুধবার ভোর থেকে কঠোর লকডাউন চলছে সারা দেশে। মাদারীপুর জেলার শিবচরে করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন। অপ্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া বন্ধে টহল ও বিভিন্ন স্থানে চেকপোষ্ট রয়েছে পুলিশের। এদিকে লকডাউনে নিত্যপন্যের বাজারে পন্যের দাম ও স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রনে বাজার মনিটরিং করছেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকা ও গ্রামাঞ্চলের বাজারগুলোতে নিত্যপন্যের দোকানে পন্যের যথাযথ মূল্য, স্বাস্থ্যবিধি বজায় রেখে বেঁচাকেনা এবং নিত্যপন্যের বাইরে অন্য সকল দোকানপাট খোলা রাখা হয়েছে কি না তা মনিটরিং এর জন্য সকাল থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার টিম বাজারগুলো পরিদর্শন করছেন। এসময় কাঁচামালের দোকানে স্বাস্থ্যবিধি মানতে পর্যাপ্ত দূরত্ব তৈরি করা এবং ক্রেতাদেরও দূরত্ব বজায় ও মাস্ক নিশ্চিত করতে নির্দেশনা দেন। এছাড়াও লকডাউনকে পুঁজি করে কোনো দোকানি অতিরিক্ত মূল্যে পন্য বিক্রয় যাতে না করে সেজন্য দোকানিদের সতর্ক করে দেন। এদিকে উপজেলার বিভিন্ন স্থানেই ভ্রাম্যমান আদালতের টিমের টহল রয়েছে।

কঠোর লকডাউনে বুধবার ভোর হতেই জনশূন্য রয়েছে শিবচরের সড়ক-মহাসড়ক এবং গ্রামাঞ্চলের বাজারগুলো। বন্ধ রয়েছে চায়ের দোকানসহ বিপনী বিতান। শুধু নিত্যপন্য ও ওষুধের দোকান খোলা রয়েছে। তবে সকাল থেকেই বাজারে ক্রেতা কম। দোকানিদের সাথে আলাপ করলে তারা জানান,'কঠোর লকডাউন ঘোষনায় একদিন আগেই সাধারন মানুষ প্রয়োজনীয় পন্য কিনে রেখেছে। এজন্যই আজ বাজারে ক্রেতা কম দেখা যাচ্ছে।'

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন,'বুধবার সকাল থেকেই উপজেলার বাজারগুলো পরিদর্শন করছি। স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয়ে ক্রেতা-বিক্রেতাদের পরামর্শ দিচ্ছি। তাছাড়া দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের বিষয়টি কঠোর ভাবে দেখা হচ্ছে। এবং নিত্য পন্যের বাইরে অন্য কোনো দোকানপাট খোলা আছে কিনা বিষয়টি দেখতেই সকাল থেকেই প্রায় সবগুলো বাজার পরিদর্শন করছি।'

তিনি আরো বলেন,' কঠোর লকডাউনের প্রথম দিনে উপজেলার বাজার,সড়ক-মহাসড়কে তেমন কোন লোকজন নেই। এখানকার সাধারন মানুষও করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউন মেনে ঘরে রয়েছে।'