• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে বিনামূল্যে রোপা আমনের চারা বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২০  

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে ক্ষতিগ্রস্থ ও প্রান্তিক চাষীদের মধ্যে রোপা আমনের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ২০২০-২১অর্থবছরের খরিপ-২ মৌসুমে  বন্যার ক্ষয়ক্ষতি  পুষিয়ে  নিতে কৃষি প্রণোদনা  কর্মসূচির আওতায়  কমিউনিটি ভিত্তিক রোপা আমন ধানের  চারা উৎপাদন এবং ক্ষতিগ্রস্থ  প্রান্তিক ও ক্ষুদ্র  কৃষকদের মাঝে উৎপাদিত এ চারা বিনা মূল্যে বিতরন করা হয়।

শুক্রবার সকালে উপজেলার ভান্ডারিকান্দি ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আসাদুজ্জামান এর সভাপতিত্বে উৎপাদিত চারা বিনামূল্যে বিতরণ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, চলতি অর্থবছরে বন্যায় ক্ষতিগ্রস্থ ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রোপা আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএম আতাউর রহমান, বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার। 

 

অনুষ্ঠানে  কৃষকদের  মাঝে ধানের  চারা বিতরন করা হয় ও মাঠ পর্যায়ে ধানের  চারা  পরিদর্শন করা হয় এবং  মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু  কৃষি উৎসব  উপলক্ষ্যে স্থাপিত পারিবারিক  পুষ্টি  বাগান  পরিদর্শন  করা হয় ভান্ডারীকান্দী ইউনিয়নে।