• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে বন্যা ও নদী ভাঙ্গন কবলিতদের মাঝে ত্রান বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৩ অক্টোবর ২০১৯  

শিবচর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরের চরাঞ্চলের বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রশাসনের পক্ষ থেকে ত্রানের চাল বিতরণ করা হয়েছে। জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপির নির্দেশে বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রানের চাল বিতরণ করা হয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।

জানা যায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ উপজেলার চরাঞ্চলের ৪ টি ইউনিয়নের সাড়ে ৩ শতাধিক পরিবারের মাঝে ত্রানের চাল বিতরণ করা হয়। এসময় কাঁঠালবাড়ি ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ২ শ পরিবার, চরজানাজাত ইউনয়নের ১শ পরিবার, বন্দরখোলা ইউনিয়নের ৪৭ পরিবার ও মাদবরচর ইউনিয়নের ১৫ পরিবারের মাঝে পরিবার প্রতি ২০ কেজী হারে ত্রানের  চাল বিতরণ করা হয়। এ সময় মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, শিবচর উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল নোমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান আতাহার, উপজেলা যুবলীগ সভাপতি ইলিয়াস পাশা, প্রেসক্লাব সাধারন সম্পাদক প্রদ্যুৎ কুমার সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, মাননীয় চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী মহোদয়ের নির্দেশে বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ চরাঞ্চলবাসীর মধ্যে ত্রান বিতরণ করা হচ্ছে। তিনি সার্বক্ষনিক ক্ষতিগ্রস্থদের খোঁজ-খবর নিচ্ছেন।

মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, পদ্মার ভাঙ্গনের ব্যপকতা বেড়েছে। আমাদের পর্যাপ্ত ত্রান সামগ্রী রয়েছে। ভাঙ্গন এলাকায় ত্রান তৎপরতা অব্যাহত আছে। নদী ভাঙ্গনে কবলিতদের পূনঃবাসনের ব্যবস্থা করা হবে।