• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে ৭৮ বোতল ফেনসিডিলসহ রনি সরদার (১৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাঁঠালবাড়ি ঘাটের নৌ-পুলিশ। গত শনিবার রাতে কাঁঠালবাড়ি ফেরিঘাটের লঞ্চ ঘাটের টার্মিনালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে যশোরের শর্শা উপজেলার রারীপুর গ্রামের সামছুল আলম সরদারের ছেলে।  ‍

রোববার দুপুরে নৌ-পুলিশ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে মাধ্যমে জানায়, যশোর থেকে কাঁঠালবাড়ি ঘাট হয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলের বোতল ঢাকা পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিসে শনিবার রাত ১০টার দিকে কাঁঠালবাড়ি ফেরিঘাটের লঞ্চ ঘাটের টার্মিনালে অভিযান চালায় নৌপুলিশ। অভিযানে রনি সরদারকে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাসি করে ৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

কাঁঠালবাড়ি নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হান্নান মিয়া বলেন, ঢাকা যাবার পথে ৭৮ বোতল ফেনসিডিলসহ রনি সরদারকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলসহ গ্রেপ্তারকৃতকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।’