• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে পদ্মাসেতুর রেল প্রকল্পে ক্ষতিগ্রস্থদের মধ্যে চেক বিতরন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৯ মার্চ ২০২১  

শিবচর প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচরে পদ্মাসেতুর রেল প্রকল্পে ক্ষতিগ্রস্থদের মধ্যে চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ মার্চ) সকালে জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে প্রায় ১১ কোটি টাকার চেক বিতরণ করেন। জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে উপজেলার নূর ই আলম চৌধুরী অডিটোরিয়ামে চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, পদ্মাসেতু প্রকল্পে শিবচরে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ১০১ টি চেকের মাধ্যমে ক্ষতিপূরনের ১১ কোটি টাকা প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, মাদারীপুরের  জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল সহ অন্যরা। এর আগে চিফ হুইপ একটি ২০ আসন বিশিষ্ট আইসিটি ল্যাবসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।