• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

শিবচরে চরাঞ্চলের বন্যা ও নদী ভাঙ্গন কবলিতদের মাঝে ত্রান বিতরন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১১ জুলাই ২০২০  

শিবচর প্রতিনিধিঃ শিবচরের চরাঞ্চলের বন্যা ও নদী ভাঙ্গন কবলিতদের মাঝে চাল, ডাল, লবনসহ বিভিন্ন খাবার সামগ্রী বিতরন করা হয়েছে। চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর নির্দেশনায় উপজেলা প্রশাসন এ ত্রান সামগ্রী বিতরন করেন।

জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরাঞ্চল বন্দরখোলা ইউনিয়নের বন্যা ও নদী ভাঙ্গন কবলিতদের মাঝে ত্রান বিতরনের আয়োজন করে প্রশাসন। এসময় ক্ষতিগ্রস্থ ৬৮ পরিবারের মাঝে পরিবার প্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ১ লিটার তৈল ও ৫ শ গ্রাম নুডুলস বিতরন করা হয়। এ ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ২ শ পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরন করা হবে বলে উপজেলা প্রশাসন জানায়।

এ সময় মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, শিবচর পৌরসভার মেয়র মো: আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) এম. রকিবুল হাসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ: লতিফ মোল্লা, সাধারন সম্পাদক ডা: মো: সেলিম, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, এ এলাকার নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মানসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য করনীয় বিষয় নিয়ে আমি চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী স্যারের সাথে পরামর্শ করবো। এছাড়া সংশ্লিষ্ট দপ্তরগুলোতে সুপারিশ করবো।