• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

লালা নিষিদ্ধের ফলে বোলাররা ‘রোবট’ হয়ে যাবে: ওয়াসিম

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১১ জুন ২০২০  

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভবিষ্যতে বোলাররা বল শাইন করতে লালা বা থুতু আর ব্যবহার করতে পারবে না। এর ওপর ইতোমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে আইসিসি। তবে এমন আইন মেনে নিতে পারছেন না ওয়াসিম আকরাম। তার মতে এর ফলে বোলাররা ‘রোবট’ হয়ে যাবে।

পাকিস্তানের হয়ে ১৯৯২ বিশ্বকাপজয়ী এই সুইং মাস্টার মনে করেন, বোলাররা শুরুর দিকে কোনো সুইং পাবে না। আর তাদের বল পুরোনো হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।

এএফপিকে দেয়া সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম বলেন, ‘এটা বোলারদের রোবট বানিয়ে দেবে। বোলাররা বল করবে, তবে তাতে সুইং হবে না।’

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা অবশ্য বলে ঘাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেয়নি। তবে সাবেক পাকিস্তান অধিনায়ক জানান, বলে সুইং আনতে ঘাম পুরোপুরি কাজ করে না।