• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

রাজৈরে বোরো ধান ও গম সংগ্রহ অভিযান কর্মসূচীর উদ্বোধন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ মে ২০১৯  

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর খাদ্যগুদামে ক্রয় কেন্দ্রে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলার বোরো ধান  ও গম সংগ্রহ অভিযান কার্যক্রম উদ্বোধন করা হয়।

আজ শনিবার সকালে সংগ্রহ অভিযান কার্যক্রম উদ্বোধন করেন সাবেক নৌ-মন্ত্রী ও মাদারীপুর-আসনের সংসদ সদস্য শাজাহান খান। জেলা খাদ্য কর্মকর্তা মোঃ সেফাউর  রহমানের সভাপত্বিতে  এসময়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোতালেব মিয়া, উপজেলা নির্বাহি অফিসার  সোহানা নাসরিন, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ  হাফিজুর রহমান ও  মিলার মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় শাজাহান খান বলেন, মধ্যস্বত্ত ভোগীদের দৌরাত্ম্যের কারনে আগে কৃষকরা ক্ষতিগ্রস্থ হতো । সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও গম ক্রয়ের ফলে  প্রকৃত চাষীরা উপকৃত  হবে। তারা ন্যয্য মুল্য পাবে । শেখ হাসিনা সরকারের  এ পদক্ষেপেও সফল হবে।