• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপু‌রে ৪ লাখ শিক্ষার্থী পেল নতুন বই

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২০  

মাদারীপুরে প্রায় ৪ লাখ শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। আনন্দ-উল্লাসের মধ্যদিয়ে বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা নতুন বই নেয়ার জন্য নিজ নিজ বিদ্যালয়ে উপস্থিত হয়।

বুধবার সকাল ১১টায় জেলা শহরের শিল্পকলা একাডেমীর মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পাঠ্যপুস্তক তুলে দিয়ে বিতরণ উৎসবের উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, পৌরসভার মেয়র খালিদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহম্মেদ, জেলা শিক্ষা কর্মকর্তা সুবল চন্দ্র দাস প্রমুখ।

জেলা মাধ্যমিক ও প্রাথমিক  সূত্র জানায়, এ বছর মাদারীপুর জেলার ৯৮৬টি প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে দুই লাখ ৪ হাজার ৭৯৭ জন ছাত্র ও ছাত্রীর মাঝে ৭ লাখ ৯৭ হাজার ৭০৩টি বই বিতরণ করা হয়েছে।

জেলার মাধ্য‌মিক, এব‌তেদায়ী, দা‌খিল ও ভো‌কেশনা‌ল ২৪০টি শিক্ষা প্র‌তিষ্ঠা‌নে প্রায় দুই লাখ শিক্ষার্থী‌দের মা‌ঝে ৭ লাখ ৬৫ হাজার ৬২৫টি বই বিতরণ করা হ‌য়েছে।