• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরের কালকিনি ও রাজৈর উপজেলা লকডাউন ঘোষণা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২০  

 

করোনাভাইরাস সংক্রমণ রোধে মাদারীপুরের কালকিনি ও রাজৈর উপজেলা অনির্দিষ্ট কালের জন্য লকডাউন করেছে ঘোষনা করেছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে জেলায় প্রবেশ ও বাহিরে যাওয়াও নিষিদ্ধ করা হয়েছে। রোবিবার বেলা ১২টা থেকে কার্যকর হচ্ছে এ লকডাউন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বলবতৎ থাকবে বলেও জানানো হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, কালকিনি ও রাজৈর উপজেলা করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ায় জনমনে বিরাজ করছে আতঙ্ক। পরিস্থিতি মোকাবেলায় রোববার সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের জরুরী সভা করা হয়। সভায় কালকিনি ও রাজৈর উপজেলাকে পুরোপুরি লকডাউন করতে নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেন করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওযাহিদুল ইসলাম। পরে দুপুর ১২টার থেকে ভাইরাসের সংক্রমণ রোধে ওজলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কালকিনি ও রাজৈর উপজেলা লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লকডাউনে বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে। আওতা মুক্ত থাকবে জরুরী সেবা। এছাড়া ওষুধের ফার্মেসী ব্যতীত দুপুর ১২টার পর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানও বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে। গত ১৯ মার্চ থেকে শিবচর উপজেলায় চলছে লকডাউন। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন ও জনসমাগম।
এদিকে মাদারীপুর সদর হাসপাতালের আইসোলিশনে রয়েছেন ১৩জন রোগী। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ৮৭জন। হোম কোয়ারেন্টাইন থেকে ১ হাজার ৩শ’ ৮৮জনকে রিলিজ দিয়েছেন জেলার স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে ২৪ঘন্টায় রিলিজ দিয়েছেন ৯জনকে।