• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে সেলাই মেশিন, সনদপত্র ও বৃত্তি প্রদান

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের তিনটি উপজেলার দারিদ্র নিরসন ও নারী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন, কম্পিউটার সনদ, ড্রাইভিং সনদ ও জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীকে বৃত্তির অর্থ বিতরণ করা হয়। রোববার বেলা ১২ টায় জেলা পরিষদের মিলনায়তনে একটি অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়।

জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিয়াজ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সাংসদ শাজাহান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. খালিদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, পরিষদের সদস্য ফারুক খান, নূরজাহান পারুল।  

জেলা পরিষদের সূত্র জানায়, ২০১৯ সালে এইচএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ৪৩ জন শিক্ষার্থীকে ১ লক্ষ ১৫ হাজার ৫০০ টাকা ও এসএসসিতে জিপিএ ৫ প্রাপ্ত ২১৭ জন শিক্ষার্থীকে ৪ লক্ষ ৭৯ হাজার টাকা এবং ২৬০ জন মেধাবী শিক্ষার্থীকে ৫ লক্ষ ৯৫ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়। বেকার যুবক ও যুব মহিলা ১০০ জন কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে কম্পিউটার সনদ ও ভাতা বাবদ ৩ লক্ষ ১০৫ টাকা প্রদান করা হয়। এছাড়াও আত্মকর্মসংস্থার সৃষ্টির লক্ষে ১২৫ জন বেকার যুব মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়।