• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে সংরক্ষিত আসনে এমপি প্রত্যাশী সামসুন নাহার চৌধুরী রোজী

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৯  

মাদারীপুর প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে এমপি প্রত্যাশীদের তালিকায় যুক্ত হচ্ছে আরেক নাম। যুক্তরাজ্য আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য সামসুন নাহার চৌধুরী রোজী সংরক্ষিত আসনে মাদারীপুর থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এবং তিনি সংরক্ষিত আসনের এমপি প্রত্যাশী।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাসকারী সামসুন নাহার চৌধুরী যুক্তরাজ্য আওয়ামীলীগের সাথে অনেক দিন ধরেই সম্পৃক্ত। এছাড়াও তিনি বাংলাদেশ আওয়ামীলীগেরও সদস্য। তবে প্রবাস জীবনে আওয়ামীলীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত থেকে দলের জন্য কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরেই।

মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামের চৌধুরী বাড়ির সন্তান তিনি। সম্ভ্রান্ত এ পরিবারে বেড়ে উঠার সাথে সাথে খুব কাছ থেকে তার বাবার রাজনৈতিক জীবন-দর্শনে তিনি বেড়ে উঠেছেন। সামসুন নাহার চৌধুরীর বাবা মরহুম আলহাজ্ব সামসুদ্দিন চৌধুরী ছিলেন তৎকালীন সময়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০ বছর শিরুয়াইল ইউনিয়নের চেয়ারম্যান। তার বাবার রাজনৈতিক মতাদর্শ ছিল সাধারণ মানুষের সেবা করা। মানুষের সুখে-দুঃখে পাশে থাকা। সেই মতাদর্শ নিয়েই তিনি বেড়ে উঠেন।

পরিনত বয়সে স্বামীর সাথে যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের সুযোগ হলেও রাজনীতি থেকে দূরে সরে যাননি তিনি। প্রবাসে বসে আওয়ামীলীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত হন। প্রতি বছরই দেশে এসে নিজ এলাকার মানুষের জন্য কাজ করেন তিনি। সুবিধা বঞ্চিত মানুষের জন্য নানা ধরণের কার্যক্রম অব্যাহত রয়েছে তার। তিনি শিবচরে তার নিজ গ্রাম ও আশেপাশের এলাকার সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। শিক্ষার প্রসারে শিক্ষার্থীদের ব্যক্তিগত তহবিল থেকে শিক্ষাবৃত্তির ব্যবস্থ্্া করেছেন। প্রতি বছরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী-দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে থাকেন।
শীত মৌসুমে নদীভাঙন কবলিত, চরাঞ্চলের দরিদ্র মানুষসহ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে প্রতিবছরই উল্লেখযোগ্য সংখ্যক শীতবস্ত্র বিতরণ কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছেন বিগত ২০ বছর ধরে। সম্প্রতি নিজ চেষ্টায় সরকারী তহবিল থেকে হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে বাসগৃহের ব্যবস্থা করে দিয়েছেন তিনি এবং নিজের জমি উপর একটি সরকারী কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছেন। এলাকার বহু দরিদ্র গৃহহীন মানুষকে নিজ অর্থে গৃহনির্মাণ করে দিয়েছেন। তিনি বিগত দিনে এলাকার দরিদ্র বেকার যুবকদের ভ্যান ক্রয় করে তাদের কর্ম সংস্থানের ব্যবস্থা করেছেন। রোজী চৌধুরী এলাকার স্কুল মাদ্রাসায় ক¤িপউটার প্রদান  করাসহ এলাকার প্রতিটি স্কুল-মাদ্রাসায় মেয়েদের নামাজ পড়ার জন্য নামাজ ঘর নির্মাণ করেছেন। এছাড়াও এলাকায় দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণসহ দীর্ঘকাল যাবত বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন।

সামসুন নাহার চৌধুরী ঘণিষ্টজনেরা জানান, আওয়ামীলীগের রাজনীতি করেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের জন্য ভোট প্রার্থনায় বিভিন্ন এলাকা চষে বেড়িয়েছেন তিনি। আওয়ামীলীগের উন্নয়নের চিত্র জনসাধারণের কাছে তুলে ধরতে গ্রামে গ্রামে প্রজেক্টর নিয়ে ছুটে গেছেন। সরকারের উন্নয়নের ভিডিও চিত্র তুলে ধরেছেন সাধারণ মানুষের কাছে।
অনেক আগে থেকেই সংরক্ষিত নারী আসনের এমপি প্রত্যাশী ছিলেন তিনি, এমন গুঞ্জন তার এলাকার মানুষের মুখে মুখে।

জানতে চাইলে সামসুন নাহার চৌধুরী রোজী বলেন,‘মাদারীপুর থেকে সংরক্ষিত আসনের এমপি মনোনয়ন পত্র সংগ্রহ করবো। যদি সংরক্ষিত আসনে এমপি হতে পারি, তবে নিজের মেধা দিয়ে দলে জন্য, দেশের মানুষের জন্য কাজ করে যেতে পারবো।’

তিনি আরো বলেন,‘আমার ইচ্ছে আমার নিজ এলাকা জন্য কিছু করার। নারীদের জন্য কাজ করে যাওয়া। নারীর অধিকার রক্ষায় বিশেষ বিশেষ কাজ করতে চাই। সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিজেকে নিয়োজিত রাখতে চাই। সংসদ সদস্য হতে পারলে আমার কাজ আরো বেগবান হবে।