• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে র‌্যাবের হাতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে র‌্যাবের হাতে দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে জেলার সদর থানার কুকরাইল গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো সদর থানার বাগেরপাড় এলাকার আলামীন হাওলাদারের ছেলে অন্তর হাওলাদার(২০) ও দক্ষিণ কাউয়াকুড়ি এলাকার জাহাঙ্গীর মাতুব্বরের ছেলে আরমান মাতুব্বর(২০)। এসময় তাদের কাছ থেকে ৪১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদারীপুর জেলার সদর থানাধীন কুকরাইল গ্রামের কথিত প্রেমরোড নামক এলাকায় কিছু অসাধু মাদক ব্যবসাযী মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। এ তথ্য পেয়ে অভিযান চালায় র‌্যাবের একটি টিম। এসময় ৪১০ পিচ ইয়াবা  ২ টি মোবাইল সেট ও ৪ টি সীমকার্ড সহ হাতেনাতে ২ জনকে আটক করে।

র‌্যাব জানায়, আটককৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।  আসামীদের বিরুদ্ধে উদ্ধারকৃত ইয়াবা অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।