• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে মা ইলিশ রক্ষায় প্রশাসনের তৎপরতা শুরু

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে মা ইলিশ রক্ষায় সচেতনামূলক মত বিনিময় সভা করেছে জেলা প্রশাসন ও মৎস বিভাগ। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসকের ড. রহিমা খাতুন।

এ সময় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মা ইলিশ রক্ষায় আগামী ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ প্রজনন মৌসুম ঘোষণা করেছে সরকার। এ সময়ে নদীতে সব ধরনের ইলিশ ধরা, আহরণ, বিক্রি ও বিপণন বন্ধ থাকবে। প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ও বাজারে প্রত্যেকদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। এছাড়া নদীতে মৎস কর্মকর্তাদের সাথে নিয়ে নিয়মিত টহল দিবে প্রশাসন। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

মতবিনিময় সভায় মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন বাচ্চু, জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, মাদারীপুর প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান খানসহ অনেকেই।