• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের উদ্বোধন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২০  


মাদারীপুরে এক লাখ ৬৫ হাজার ১৭ জন শিশুকে খাওয়ানো হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল। ‘ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ এ স্লোগানে শনিবার সকালে জেলা সদর হাসপাতালে এ ক্যাম্পেইনের উদ্ধোধন করেন সিভিল সার্জন মো. সফিকুল ইসলাম। 
এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলার ৪টি উপজেলার ১৫০৪টি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২০ হাজার ৪১৩ জন শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী এক লাখ ৪৪ হাজার ৬০৪ জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এতে ৩০৩২ জন স্বেচ্ছাসেবক ও সেবিকা কাজ করেছেন।