• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে প্রতিবন্ধীদের মাঝে কম্বল ও হুইল চেয়ার বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯  


মাদারীপুরে ৫০০ প্রতিবন্ধী শিক্ষার্থী ও দুঃস্থদের মাঝে বিনামূল্যে কম্বল ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শহরের তরমুগরিয়া এলাকায় প্রতিষ্ঠিত প্রসিসেস প্রতিবন্ধি বিদ্যালয়ের আয়োজনে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি থেকে কম্বল ও হইল চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। 
বিনামূল্যে এই শীতবস্ত্র পেয়ে খুশি হয়েছেন হতদরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থী ও স্বজনরা। ১৯৯৯ সাল থেকে প্রতিবছর এই দিনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে প্রতিষ্ঠানটি। 
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. সেলিনা আখতার জানান, ১৯৯৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর ২০১৫ সালে এটি এমপিওভুক্ত হয়। ওই সময়ে ২০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও এখন শিক্ষার্থীর সংখ্যা এসে দাঁড়িয়েছে প্রায় পাঁচশ’। প্রতিবন্ধিরা যাতে স্বাভাবিক জীবনে চলাফেরা করতে পারে, এজন্যই বিদ্যালয়টি স্থাপন করে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় মনযোগী করে তোলা হচ্ছে প্রতিবন্ধীদের। বর্তমানে সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের অধিনে বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের দিক নির্দেশনায় ৩৩জন শিক্ষক কর্মরত রয়েছেন।
বিতরণ অনুষ্ঠানে মাদারীপুর সাংবাদিক কল্যান সমিতির সভাপতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মওলা আকন, প্রশিসেসের সমন্বয়কারী আবীর মাহামুদ ইমরানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।