• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে নারী উত্ত্যক্তকারী আটক

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০১৯  


মাদারীপুরে ডিজিটাল নারী উত্ত্যক্তকারী ফয়সাল তালুকদারকে (২৯) আটক করেছে পুলিশ। রোববার সকালে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের টুবিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফয়সাল একই এলাকার দেলোয়ার তালুকদারের ছেলে।
পুলিশ সুপার কার্যালয়ের সূত্র মতে, জেলার বেশ কিছু কলেজেশিক্ষার্থী তরুণীর মোবাইল নম্বর সংগ্রহ করে ফয়সাল। এরপর সংগ্রহকরা নম্বরগুলো দিয়ে সে তাদের সাথে প্রতারণা করার চেষ্টা করতো। তরুণীদের প্রেমের প্রস্তাব দিত। এমনকি মধ্যরাতে ফোন করে তাদের উত্ত্যক্ত করতো। ইমুতে অশ্লীল ছবি পাঠাতো। ফয়সালের নম্বর দিয়ে কয়েক শিক্ষার্থী পুলিশ সদর দপ্তরে একাধিক অভিযোগ করে। এরপর পুলিশ সদরের সহযোগিতায় ফয়সালকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুটি স্মার্ট ফোন ও একাধিক সিম কার্ড জব্দ করে।
মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার বলেন, ‘ফয়সাল একজন ডিজিটাল উত্ত্যক্তকারী। সে মোবাইয়ের মাধ্যমে কলেজ শিক্ষার্থী তরুণীদের প্রলোভন দেখিয়ে উত্ত্যক্ত করতো। জিজ্ঞাসাবাদে ফয়সাল তার অপরাধের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীণ।
পুলিশ সুপার আরো বলেন, ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে উত্ত্যক্তকারী ও অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।’