• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে কিশোরকে কারাদণ্ড

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

 

মাদারীপুরের রাজৈর উপজেলা সদরের জেএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে মো. মহিবুল্লা (১৫) নামের এক কিশোরকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহানা নাসরিন এ দন্ডাদেশ প্রদান করেন। মহিবুল্লা রাজৈর পৌর এলাকার আলমদস্তার গ্রামের মঞ্জু সিকদারের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার সরকারি রাজৈর কেজেএস পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান জেএসসি পরীক্ষা শেষে স্থানীয় কবিরাজপুর এলাকার ছাত্রীরা বাড়ি ফিরছিলেন। এ সময় বখাটে মহিবুল্লা ও তার সাঙ্গ-পাঙ্গরা তাদের পথরোধ করে উত্ত্যক্ত করছিল। খবর পেয়ে সরকারি রাজৈর কেজেএস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলিক কুমার ধর বখাটেদের ধাওয়া করে মহিবুল্লাকে আটক করে। পরে তিনি ওই কিশোরকে ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মহিবুল্লাকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১০ দিনের সাজা প্রদান করেন।