• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে গ্রাম-পুলিশের কাজ গতিশীল করতে ১৪৪টি সাইকেল বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২ জুন ২০২১  

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরে গ্রাম পুলিশ এর কাজ গতিশীল করতেই ১৪৪ টি সাইকেল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ জুন) দুপুরে আচমত আলী খান মিলনায়তনের হলরুমে মাদারীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের ১৪৪ জন গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে এ সাইকেল বিতরণ করা হয়।

মাদারীপুর সদর উপজেলা ইউনিয়ন পরিষদ এ কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মাাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে গ্রাম পুলিশ (চৌকিদার ও দফাদার) সদস্যদের মাঝে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই সাইকেল বিতরণ করেন।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক আজহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী ভূমি কমিশনার মাদারীপুর সদর হোসেন আরা তান্নি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মনিরুল ইসলাম ভূইয়া।

মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস জানান, আমার সদর উপজেলার ১৫টি ইউনিয়নের সবকটি ওয়ার্ডে গ্রাম পুলিশ সদস্যদের একটি করে কর্পোরেট সিম দিয়েছি এখন বাইসাইকেল দেয়া হলো আগামীতে সকলকে একটি করে স্মার্ট ফোন দেয়া হবে।’ যাতে গ্রামের যেকোন ঘটনা তাৎক্ষণিক জানাতে পারে এবং আমরা সেই অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে পারি।’

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, এই সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরো গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সকল তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌছে দিতে পারবে।