• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে কৃষি প্রযুক্তি মেলায় ৪শ’ কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০  

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মাদারীপুর সদর উপজেলা চত্ত্বরে এই মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। অনুষ্ঠানে খাদ্যশস্য উৎপাদনে কৃষকদের ভুমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা।

এ সময় উপজেলার ৪শ’ কৃষকের মাঝে সার, বীজ, কীটনাশক ও আর্থিক অনুদান দেয়া হয়। পরে মেলায় অংশ নেয়া ১১টি স্টল ঘুরে দেখেন অতিথিরা।

সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এ সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাদারীপুরের উপ-পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট ওবাইদুর রহমান খান, উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুদ্দিন গিয়াস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকনউজ্জামানসহ অন্যরা।