• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে ইটভাটায় অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ জরিমানা

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে ইটভাটায় অভিযান চালিয়ে ১১টি মামলায় ১২ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের দুটি দল সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন। মাদারীপুর জেলা প্রশাসনের কার্যালয় সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া দীর্ঘদিন ধরে ইটভাটায় কাঠ পোড়ানো হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে আলাদা অভিযানে নামেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা খাতুন ও আল মামুন।

পরে পাঁচখোলা এলাকা থেকে খান ব্রিকসকে ১ লাখ, জেএসবি ব্রিকসকে ২ লাখ, একেবি ব্রিকসকে ১ লাখ, মাদ্রিস বিকসকে ১ লাখ ও আমেনা কনস্ট্রাশনকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আল মামুন। অপরদিকে খোয়াজপুর এলাকা থেকে কেকেবি ব্রিকসকে ১ লাখ, এজিবি ব্রিকসকে ১ লাখ, অগ্রণী ব্রিকসকে ২ লাখ, আরএমবি ব্রিকসকে ১ লাখ, নাবিল ব্রিকসকে ১ লাখ, সুপার ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা খাতুন। এছাড়া ওই এলাকার জিয়া বিকসকে ২ লাখ জরিমানা অনাদায়ে আটক একজনের ৩ মাসের কারাদন্ড দেন তিনি। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সাথে পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রানী দাস উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকসানা খাতুন বলেন, 'তারা পরিবেশের বিধি লঙ্ঘন করে ইটভাটার কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১২ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ রক্ষায় ও অবৈধ ইটভাটা বিরুদ্ধে নিয়মিত আমাদের অভিযান চলামন থাকবে।'