• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯  

 

‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে নানা র্কমসূচরি মধ্য দিয়ে  মঙ্গলবার সকালে আর্ন্তজাতকি মানবাধিকার দিবস পালতি হয়ছে। দিবসটি উপলক্ষে মাদারীপুর স্বাধীনতা অঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ হয়ে একই স্থানে শেষ হয়।পরে এ উপলক্ষে এক সংক্ষিপ্ত সভাবেশ অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলা প্রশাসন এর আয়োজনে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আজহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদুল ইসলাম বলেন, মানুষের জীবন, অধিকার, সমতা এবং মর্যাদাপূর্ণ জীবন যাপনের জন্য অত্যাবশকীয় সুযোগ সুবিধাগুলিই হচ্ছে মানবাধিকার। মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। অধিকারগুলো কেউ কখনো কারো কাছ থেকে কেড়ে নিতে পারে না। ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘে মানবাধিকারের সার্বজনীন ঘোষণা করা হয়। তাই মানবাধিকার রক্ষার বিষয়ে সবাইকে সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেন প্রধান অতিথি।
এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফুন নাহার নাজিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুদ্দিন গিয়াস, সরকারী কর্মকর্তা, বিভিন্ন মানবাধকিার সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।