• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ জেলার শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ জেলার শীর্ষ সন্ত্রাসী মো. আলমগীর হাওলাদারকে (৪৫) আটক করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। শনিবার সকালে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকার লক্ষীগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আটককৃত আসামীর কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি ও ৫৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আলমগীর হাওলাদার ওই এলাকার হাফেজ হাওলাদারের ছেলে এবং সদর থানাসহ বিভিন্ন থাকায় তার বিরুদ্ধে ২০টির অধিক মামলা রয়েছে।

শনিবার দুপুরে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সূত্র জানান,  র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে নতুন মাদারীপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে র‌্যাব জানতে পারে আলমগীরের নিজ বাড়িতে অস্ত্র ও মাদকসহ অবস্থান করছে। পরে ভোর রাতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মো. আলমগীর হাওলাদারকে আটক করা হয়। এ সময় আটককৃত আসামীর কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, ২ রাউন্ড তাজা গুলি ও ৫৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সম্পর্কে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার তাজুল ইসলাম বলেন, আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, আসামী একজন অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন ধরে মাদারীপুর জেলার মাদারীপুর সদর থানাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও ইয়াবা ব্যবসায় কার্যক্রম চালিয়ে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় বিস্ফোরক দ্রব্য আইন, মারামারি ও মাদক মামলাসহ বিশটির অধিক মামলা রয়েছে। আসামীকে উদ্ধারকৃত অস্ত্র, গুলি, ইয়াবাসহ মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানায় অস্ত্র আইন ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।