• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৮ আগস্ট ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুর আড়িয়াল খা নদীর ভাঙনে ও বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ গরীব-অসহায় তিনশত মানুষের মধ্যে ত্রাণসহায়তা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অসহায়দের মাঝে ত্রাণের প্যাকেট তুলে দেন সাবেক নৌমন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও শাজাহান খানের স্থানীয় প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাখাওয়াত হোসেন সেলিম, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এজাজুর রহমান আকন, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম মুন্সী প্রমখু।

ত্রাণ বিতরণ শেষে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেন, ‘বন্যা ও নদী ভাঙনের সকলে সরকারি সহযোগিতা পাবেন। ক্ষতিগ্রস্থ সবার নামের তালিকা করা হয়েছে। সবাইকে নগদ অর্থ ও খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।