• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

মাদারীপুরে অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান শুরু

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৬ জুলাই ২০১৯  

মাদারীপুরঃ
মাদারীপুরে অবৈধভাবে খালের দুপাড়ে গড়ে ওঠা স্থাপনা ভেঙ্গে ফেলেছে জেলা প্রশাসন। পাশাপাশি খালের মধ্যে ময়লা-আবর্জনা, কচুরীপানাও পরিস্কার করা হচ্ছে। শনিবার সকালে শহরের ইটেরপুলে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় পানি উন্নয়ন বোর্ড, সড়ক বিভাগ, এলজিডিই’র বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, সংরক্ষণ ও পরিচর্যার অভাবে জেলার বেশকয়েকটি খাল দখল ও আবর্জনা পড়ে ভরাট হয়ে যাচ্ছে। এক সময়ে প্রতিটি খাল দিয়ে নৌযান চলাচল করতো, সেই গতি ফিরিয়ে আনতে প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহন করবে। এছাড়া খালে পানি প্রবাহ ঠিক রাখতে এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে। খালের দুপাড়ে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। পাশাপাশি খালের মধ্যে থাকা ময়লা-আবর্জনা, কচুরীপানাও পরিস্কার করা হচ্ছে।
এই অভিযানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।