• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

ব্যাটসম্যানদের টেস্ট মেজাজে ব্যাট করতে হবে: দুর্জয়

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৯  

 

টেস্ট ক্রিকেট বাংলাদেশ প্রায় ১৯ বছর পার করেছে। তবে এত বছর পার করেও এখন পর্যন্ত টাইগারদের টেস্ট ক্রিকেট খেলার মন-মানসিকতা গড়ে ওঠেনি। ফলে টেস্ট বাংলাদেশের বলার মতো নেই কোনো সাফল্য। ইংল্যান্ডের মতো দলকে হারালেও সেটা অঘটন ছাড়া কিছুই না। সর্বশেষ আফগানিস্তানের মতো নবীন দলের কাছেও টেস্টে হেরেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আর এই টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এবার বেশ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে সফরকারী দলকে। কারণ দলের সেরা দুই তারকা সাকিব-তামিমকে ছাড়াই নামতে হচ্ছে টাইগারদের।

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক নাঈমুর রহমান দুর্জয় মনে করেন, পুরো টেস্ট সিরিজে ব্যাটম্যানদের বাড়তি দায়িত্ব নিতে হবে। পাশাপাশি টেস্ট খেলার মানসিকতা নিয়ে মাঠে নামতে বনলেন, যা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বুধবার (১৩ নভেম্বর) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

দুর্জয় বলেন, ‘চ্যালেঞ্জ অবশ্যই ব্যাটসম্যানদের নিতে হয়। যেহেতু সাকিবের জায়গাটা আমরা মিস করব, তাই ব্যাটসম্যানদের আরও দায়িত্বশীল ব্যাটিং করতে হবে। আমরা দেখেছি বেশকিছু টেস্ট ম্যাচে আমরা টি-টোয়ন্টি বা ওয়ানডের মেজাজে খেলি, সেই মেজাজটা পরিবর্তন করতে হবে। একবারে টেস্ট মেজাজেই খেলতে হবে। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।'

প্রস্তুতি যতোই ভালো হোক না কেন, মাঠে ক্রিকেটারদের পারফরম্যান্সে সেটার প্রতিফলন ঘটাতে হবে বলে মনে করেন দুর্জয়, ‘প্রস্তুতি ভালো হলেও প্লেয়ারদের মাঠে শতভাগ পারফরম্যান্সের বিষয়টাই মূল জায়গা হয়ে দাঁড়ায়। কারণ যত ভালো টিমই হোক আপনারা দেখেন দক্ষিণ আফ্রিকাও কিন্তু খারপ টিম না। মাঠে যারা পারফর্ম করবে তারাই বেটার টিম হিসেবে বের হয়ে আসবে।’