• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

বৈচিত্র্যই আমাদের শক্তির উৎস: রবার্ট মিলার

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ৪ জুলাই ২০২০  

যুক্তরাষ্ট্রের ২৪৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, ‘আমাদের বৈচিত্র্যই আমাদের শক্তির উৎস হিসেবে পরিচালিত হয়।’ শনিবার (৪ জুলাই) যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি এক বার্তায় তিনি এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এক বার্তায় বলেন, ‘ঢাকার মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের জন্মের ২৪৪তম বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশে আমেরিকার নাগরিক এবং এখানকার ও পৃথিবীর নানা প্রান্তে অবস্থানরত শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মিলিত হয়েছে। এ প্রতিকূল সময়ে আমরা আমেরিকা প্রতিষ্ঠার মূলমন্ত্র পুনর্নিশ্চিত করছি– সবাইকে সমানভাবে সৃষ্টি করা হয়েছে। জীবন, স্বাধীনতা ও সুখের সন্ধান সবার অধিকার। আমাদের জীবনে এ আদর্শগুলো ‘অনেকের ভিতরে এক’ এর প্রতিফলন ঘটাতে অবশ্যই আমাদের কাজ অব্যাহত রাখতে হবে। আমাদের বৈচিত্র্যই আমাদের শক্তির উৎস হিসেবে পরিচালিত হয়। শুভ ৪ঠা জুলাই।’

প্রসঙ্গত, ১৭৭৬ সালের ৪ জুলাই যুক্তরাষ্ট্র স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর হয়েছিল। প্রতি বছর এ দিন স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে যুক্তরাষ্ট্র।