• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

বেনাপোল স্থলবন্দরে পাইপের প্রথম চালান দেশে পৌঁছেছে

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

ভারত থেকে পাইপ লাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানির লক্ষ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে পাইপের প্রথম চালান বাংলাদেশে পৌঁছেছে। গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা সহায়তা অনুদানের পাইপের প্রথম চালানটি বেনাপোল স্থলবন্দরে এসে পৌঁছায়।

দুই দেশ ভারত-বাংলাদেশ ল্যান্ড পোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট সাব কমিটির পরিচালক মতিয়ার রহমান বলেন, আগে বাংলাদেশকে দুবাইসহ অন্যান্য দেশ থেকে জ্বালানি তেল আমদানি করতে হতো। এতে দীর্ঘ সময়ের পাশাপাশি বেশি অর্থ খরচ হতো। এখন ভারতের শিলিগুড়ি থেকে পাইপ লাইনের মাধ্যমে তেল আমদানিতে কম খরচে খুব দ্রুত সময়ে তেল পাবর্ত্যপুরে পৌঁছাবে। ১৩০ মাইল মাটির তলা দিয়ে বসানো হবে পাইপ লাইন। যার আমদানিকারক বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ও রফতানি কারক ভারতের নমালীগ্রাহা রিফাইনারী লিমিটেড।