• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

‘বাজেটের কপি ছিঁড়ে ফেলা বিএনপির ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ’

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২ জুলাই ২০২০  

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহামুদ বলেছেন, পার্লামেন্টের সামনে বাজেট প্রত্যাখ্যান করে তার কপি ছিঁড়ে ফেলা বিএনপির ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ।

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের নিজ দফতরে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় হাছান মাহমুদ বলেন, বিএনপি বলেছে বাজেট নিয়ে সংসদে একদিন আলোচনা হয়েছে। কিন্তু তা সঠিক নয়। বাজেট নিয়ে সংসদে প্রতিদিনই বক্তব্য রাখা হয়েছে।

তিনি বলেন, বিএনপির এমপিরা ঠিকমতো বাজেটের বক্তব্য শোনেনি। অর্থাৎ তারা নিজেরাই ঠিকমতো বাজেট অধিবেশনে যোগ দেয়নি। বাজেট সিজনে যে বক্তব্য হয়েছে সেই বক্তব্য খেয়াল রাখেনি। বিএনপির এমপিরা বাজেট আলোচনা ঠিকমতো খেয়াল না রাখার কারণে তারা ভুল বক্তব্য দিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, গত ১১ বছর যাবত সরকার যে বাজেট পাস করে যাচ্ছে তা বিএনপি প্রতি বছরই প্রত্যাখান করছে। কিন্তু সরকার গত ১১ বছর ধরে বাজেট বাস্তবায়ন করে যাচ্ছে। বাজেট বাস্তবায়নের হার ৯৮ শতাংশ পর্যন্ত হয়েছে।

পাপুলের মানবপাচারের কারণে কুয়েতের শ্রমবাজারে কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে তিনি বলেন, কুয়েতের তদন্তে যেটা বেরিয়ে আসছে সেখানকার কর্মকর্তা ও রাজনীতিবিদরা এর সঙ্গে জড়িত ছিলো। তাদের সহযোগিতা ও সম্পৃক্ততা ছাড়া এই কাজগুলো করা সম্ভব না।