• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরাতে পারবে না-স্বপন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০  

মাদারীপুর প্রতিনিধিঃ ৭১ সালে যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে প্রশ্ন তুলবেই, এরা বিভিন্ন সময়ে বহুরূপে এসেছে।
গতকাল বুধবার দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে মিল্কভিটা কারখানা পরিদর্শনে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য স্থাপন নিয়ে সাংবাদিকদের  এক প্রশ্নের জবাবে পল্লীউন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এ কথা বলেন ।

এসময় তিনি আরও বলেন, আমরা যারা স্বাধীনতার পক্ষের লোক, মুক্তিযুদ্ধের চেতনার লোক, আমরা এদের প্রতিহত করবোই। বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের এ চেতনা থেকে সরাতে পারবে না।
তিনি বলেন, টেকেরহাটে  মিল্কভিটা কারখানা প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর হাতের ছোয়া রয়েছে, তাই মুজিব শত বর্ষেই এর ব্যাপক উন্নয়ন করা হবে।

এসময় সমবায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল আহসান জানান, বৃহত্তর ফরিদপুরের উন্নয়নে টেকেরহাট মিল্কভিটায় গবাদি পশুর জাত উন্নয়ন ও কারখানা স্থাপন করা হবে। অন্যানদের মধ্যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এমডি সমর চাদ বনিক, ডিজি (সমবায় ও নিবন্ধন)আমিনুল ইসলাম ও মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুসহ প্রমূখ উপস্থিত ছিলেন।