• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

‘বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণে আর কোনো জটিলতা নেই’

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২০  

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, আগামী ২৯ নভেম্বর যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। এতে ব্যয় হবে ১৬ হাজার কোটি টাকা। আর ২০২৫ সালের মধ্যে এই সেতুর নির্মাণের কাজ শেষ হবে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে রেল সেতু নির্মাণের স্থান পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।

তিনি আরো বলেন, ইতিমধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছ থেকে ৪৩১ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে। রেল সেতু নির্মাণ কাজ শুরু করতে আর কোন জটিলতা নেই বলেও নিশ্চিত করেছেন তিনি।

মন্ত্রী বলেন, বন্ধু প্রতিম দেশ জাপানের জাইকার সহযোগিতায় এই রেল সেতু নির্মাণ হবে। বর্তমানে সেতু দিয়ে ২০ কিলোমিটার বেগে রেল চলাচল করলেও ডুয়েল গেজের নতুন সেতু নির্মাণ শেষ হলে স্বাভাবিক গতিতে যাত্রীবাহী ও পণ্য পরিবহন রেল চলাচল করতে পারবে। এছাড়াও ঢাকার সাথে উত্তর ও পশ্চিম বঙ্গের যাতায়াত সহজ ও দ্রুত করতে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল রেল লাইনের আরেকটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। যার কাজও ২০২৫ সালের মধ্যেই শেষ করা হবে।
 
এসময় রেল সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো.শামছুজ্জামান, পিডি কামরুল আহসানসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।