• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

মাদারীপুর দর্পন
ব্রেকিং:
২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব রোহিঙ্গাদের জন্য বৃহত্তর তহবিল সংগ্রহে প্রধানমন্ত্রীর আহ্বান লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করার আহ্বান বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি বিশ্বে অনেক বাজার আমাদের জন্য অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ট্রাস্ট করে ভাষা সংরক্ষণ-উন্নয়নের উদ্যোগ, হচ্ছে আইন ‘কিডনি রোগীদের চিকিৎসায় নানা উদ্যোগ নিয়েছে সরকার’ ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর

‘প্রস্তুতি ছিলো বলেই করোনা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে সরকার’

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ১৩ আগস্ট ২০২০  

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, বিশ্বের অনেক ধনী ও প্রভাবশালী দেশ করোনা সামলাতে ব্যর্থ হয়েছে। কিন্তু আগেই বাংলাদেশ সরকার পরিস্থিতি সামলাতে প্রস্তুতি নিয়ে রেখেছিলো তাই করোনা নিয়ন্ত্রণে রয়েছে। দেশের কোন মানুষ যেন খাদ্য সংকটে না ভোগে সে জন্য পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হয়েছে। গৃহহীনদের ঘর তৈরি করে দিচ্ছে সরকার। 

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহহীনদের দুর্যোগসহনীয় বাসগৃহের চাবি হস্তান্তর এবং চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনূভা নাশতারান।

সহকারী কমিশানার (ভুমি) আয়েশা আক্তারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, জেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, আপন মিয়া, শফিকুল ইসলাম, ফারুক পাঠান, শহীদ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা সোলাইমান মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম, চা শ্রমিক নেতা রবীন্দ্র গৌড় প্রমুখ।

ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে ৫৪ লাখ টাকা ব্যয়ে ১৮টি পরিবারকে দুর্যোগসহনীয় ঘর তৈরি করে দেয়া হয়। এছাড়া ৫টি চা বাগানের ৫ হাজার ৫৪৬ জন চা শ্রমিকের পরিবারকে ২ কোটি ৭৭ লাখ ৩০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।