• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

পিছিয়ে যাচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপ!

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২৪ মার্চ ২০২০  


  
বিশ্বজুড়ে ভয়ংকর রূপ ধারণ করেছে মহামারি করোনা ভাইরাস। এ ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বজুড়ে ১৬ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। আক্রান্ত হয়েছে সাড়ে তিন লাখেরও বেশি মানুষ।

করোনার এমন ভয়ংকর পরিস্থিতিতে থমকে গেছে ক্রীড়াঙ্গন। ক্রিকেটবিশ্বেও পড়েছে এর প্রভাব। স্থগিত হয়েছে সবধরনের ক্রিকেট। বন্ধ হয়েছে বেশকিছু টুর্নামেন্ট এবং দ্বিপাক্ষিক সিরিজ।

করোনার প্রভাবে এবার পিছিয়ে যেতে পারে আসন্ন আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপও। অস্ট্রেলিয়ায় অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিতব্য এ বিশ্বকাপ অন্তত ছয় মাস পিছিয়ে যেতে পারে। এমন আভাসই দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

দিন দিন ভয়ংকর হয়ে উঠছে করোনা। অস্ট্রেলিয়ায়ও পড়েছে এর প্রভাব। দেশটিতে প্রায় ২ হাজার মানুষ ছোঁয়াচে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ৭ জন। এছাড়া বিশ্বকাপে অংশ নেওয়া সবকয়টি দেশেই ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এসব দিক বিবেচনায় বিশ্বকাপ পিছিয়ে যেতে পারে বলে জানা গেছে।