• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

মাদারীপুর দর্পন

নাগালে আসছে আইফোন

মাদারীপুর দর্পন

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯  

অ্যাপল ইনকরপোরেটেড দ্বারা নির্মিত একটি আধুনিক ইন্টারনেট ও মাল্টিমিডিয়া সংযুক্ত স্মার্টফোন আইফোন। বিশ্বব্যাপী এ ফোনের ব্যাপক চাহিদা থাকলেও দাম আকাশছোঁয়া। এদিকে, ক্রমশ কোম্পানির শেয়ারের দাম কমছে। এতদিন অ্যাপলের শক্ত বাজার ছিল চীন। সেখানেও বিপুল হারে আইফোন বিক্রি কমেছে। বিশ্লেষকরা জানিয়েছেন, শিগগিরই চীনে সস্তা হতে চলেছে আইফোন। সম্প্রতি জাপানে সস্তা হয়েছে ‘iPhone XR’। এছাড়াও চীনে একাধিক পুরনো আইফোন মডেলের দাম কমিয়েছে অ্যাপল। এছাড়াও নতুন বছরে ভিডিও স্ট্রিমিং অ্যাপ নিয়ে আসছে কোম্পানিটি। ড্যানিয়েল ইভস নামে এক বিশ্লেষক জানিয়েছেন, বাজারে নিজেদের প্রাসঙ্গিক করে তুলতে আইফোন-এক্সআর মডেলের দাম অনেকটাই কমাতে চলেছে অ্যাপল। ইতিমধ্যেই চীনের বড় খুচরা বিক্রেতারা একাধিক আইফোন মডেলে বিপুল ছাড় দিতে শুরু করছে। সম্প্রতি বেশ নড়বড়ে অ্যাপল স্টক। এর অন্যতম কারণ লেটেস্ট আইফোন এক্সআর এর আকাশছোঁয়া দাম। যা অ্যাপল লগ্নিকারীদের বেশ চিন্তায় রেখেছে। তাই নতুন গ্রাহক টানতে আইফোন এক্সআর সস্তা করার সিদ্ধান্ত নিতে চলেছে কোম্পানি। বিশ্বব্যাপী আইফোন সেলে ভাটার কারণে সার্ভিসে জোর দিতে চাইছে অ্যাপল। এদিকে দিনের আলো দেখতে পারে  অ্যাপলের ভিডিও স্ট্রিমিং সার্ভিস। সম্প্রতি কোম্পানির সিইও টিম কুক জানিয়েছিলেন, ২০১৯ সালে একাধিক সার্ভিস লঞ্চ করবে অ্যাপল।